অসহনীয় গরমে এক পশলা বৃষ্টি
সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে এক পশলা বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেয়েছেন ঢাকাবাসী।
আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয় ঢাকার অনেক এলাকা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ পূর্বাভাস দিয়েছিল যে ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Comments