মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে আগস্টেও, স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

বন্যা
ছবি: এস দিলিপ রায়/স্টার

বর্ষা মৌসুম চললেও বিদায়ী জুলাই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

গত ৩১ জুলাই চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

কারণ হিসেবে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৫০ দশমিক ৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। কেবলমাত্র সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিক।

তাদের মতে, আগস্ট মাসেও দেশে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে অন্তত ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এমন পূর্বাভাস জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

বিশেষজ্ঞদের মতে, আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি বর্ষাকালীন লঘুচাপের সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটির মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা আরও আশঙ্কা করছেন, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন মাঝারি ধরনের ও সারা দেশে ৩ থেকে ৪ দিন হালকা বজ্রঝড় হতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Comments

The Daily Star  | English

Cancer causes 12% of deaths in Bangladesh annually: BSMMU study

The number of new cancer patients recorded in a year was 52.9 per 1,000 people

11m ago