বিচ্ছিন্নভাবে বৃষ্টি আরও ১ সপ্তাহ, মেঘলা থাকতে পারে আকাশ
আগামী ১ সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নেবে মৌসুমি বায়ু। এ সময় পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ঝরবে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। যে কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, আজও ঢাকাসহ বিভিন্ন জেলায় আকাশ মেঘলা রয়েছে। এটা এই সময়ে স্বাভাবিক। স্থানীয় মেঘ জমে, আবার মেঘ কেটে যায়। মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে চলে যাওয়া আগে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।
Comments