বঙ্গোপসাগরে গভীর নিম্নচা‌পের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লা‌বিত

জোয়া‌রের পানিতে বেড়িবাঁধের কয়েকটি জায়গা ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভা‌বে ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে গেছে পটুয়াখালীর নিম্নাঞ্চল। টানা ৪ দিনের ভারি বৃষ্টি ও পূর্ণিমার অস্বাভা‌বিক জোয়া‌রের পানিতে বেড়িবাঁধের কয়েকটি জায়গা ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, চরমোন্তাজ, কাউখালী, দশ‌মিনা উপ‌জেলার চর‌বোরহান, বাশবা‌ড়িয়া এবং কলাপাড়া উপজেলার লালুয়া ও চম্পাপুরসহ প্রায় অর্ধশতাধিক গ্রাম। এতে দুর্বিসহ দিন কাটছে নিম্ন আয়ের মানুষ।

উপকূলের মাছের ঘেরসহ ফসলের খেত হুমকির মুখে পড়েছে। জোয়ারের পানিতে স‌‌্যা‌নি‌টেশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।

পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদীগুলোতে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।

এরইমধ্যে কয়েকশ ট্রলার সাগর থেকে এসে মহিপুর ও আলিপুর মৎস বন্দরে নোঙর করেছে।

পটুয়াখালী আবহাওয়া দপ্তর সূত্র জা‌নি‌য়ে‌ছে, আজ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৫ দশমিক ২৫ মি‌লি‌মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

26m ago