হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও বন্ধ হয়নি থানচির সেই ইটভাটা

উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও বন্ধ হয়নি বান্দরবানের থানচি উপজেলার ইটভাটার কার্যক্রম।

হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসবিএম ইটভাটার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়েও ফল হয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক হেডম্যানপাড়ার কয়েজন বাসিন্দারা জানান, ভাটার চিমনি ছোট হওয়ায় ছাই উড়ে এসে চারপাশ ময়লা হয়। এ ছাড়া, মাটিবোঝাই ট্রাক যাতায়াত করায় ধুলাবালিতে সয়লাব হয়ে যায় পুরো এলাকা।

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা ঘুরে যান কিন্তু অজানা কোনো কারণে ইটভাটা বন্ধ হয় না।

ইটভাটার ম্যানেজার মোহাম্মদ সারোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইটভাটার মালিক মোহাম্মদ সুজন। তার নির্দেশে ইটগুলো প্রস্তুত করেছি। পাঁচ-ছয় দিন আগে থেকে ইট পোড়ানো শুরু হয়েছে।

সুজনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও প্রতিবারই বন্ধ পাওয়া যায়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের নির্দেশনা মোতাবেক তিন পার্বত্য জেলায় ইটভাটা নির্মাণ নিষিদ্ধ। যতটুকু জানি যে, এটি থানচিতে একমাত্র ইটভাটা। আমরা শিগগির অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।'

Comments

The Daily Star  | English

3 arrested over killing of DU JCD leader near Suhrawardy Udyan

Masud Alam, deputy commissioner of Ramna Division Police, said the arrestees are outsiders

55m ago