কুড়িগ্রামে ৪ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা, শ্রীপুরে বন্ধ ২

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বুধবার দুপুরে চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত | ছবি: এস দিলীপ রায়/স্টার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলায় চারটি ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করে প্রশাসন। এ ছাড়া, গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুটি ইটভাটার বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম অভিযান পরিচালনা করেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে এ সময় চারটি ইটভাটার মালিকদের ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, কে এম ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা, ডব্লিউ এ এইচ ব্রিকসের মালিকের দেড় লাখ টাকা, এবি ব্রিকসের মালিককে এক লাখ ও এম এস এইচ ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

ছবি: সংগৃহীত

এদিকে দিনব্যাপী অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুটি ইটভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব আহমেদ ডেইলি স্টারকে জানান, উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে মেসার্স মা ব্রিকস ও বরামা গ্ৰামের গাজী অটো ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, ১২০ ফুটের বেশি উচ্চতা হওয়ায় ভাটার চিমনি ভাঙতে পারেনি প্রশাসন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to intervene in forex market to curb volatility

The move was announced in BB’s latest monetary policy statement for the first half of FY26

16m ago