টানা তৃতীয় দিন ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

টানা তৃতীয় দিন ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
স্টার ফাইল ফটো

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শনিবার সকালে ঢাকার অবস্থান পঞ্চম। সকাল ৮টা ৫৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩৭ নিয়ে রাজধানীর বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার সকালেও ঢাকার বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর' ছিল।

২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ভারতের দিল্লি, চীনের উহান, ভিয়েতনামের হ্যানয় ও ভারতের কলকাতা যথাক্রমে ২৬২, ২৪৫, ২৪১ ও ২৩৭ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম চারটি স্থানে রয়েছে।

এদিকে, ১০১ থেকে ১৫০ এর মধ্যে একিউআই স্কোরকে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

Pakistan's military said earlier that the prime minister had called on the authority to meet. The information minister did not respond immediately to a request for comment.

34m ago