৫৬৬ ডিম ছেড়ে সাগরে ফিরল ৫ মা কাছিম

কাছিমের ডিম। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র উপকূলে ৫৬৬টি ডিম ছেড়ে সাগরে ফিরে গেছে পাঁচটি মা কাছিম। গত কয়েকদিনে সমুদ্র উপকূলে বেশ কয়েকটি মা কাছিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মধ্যে এ খবরে স্বস্তি ফিরেছে বিজ্ঞানীদের মাঝে।

আজ সোমবার মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুখাল মোহনার বালিয়াড়িতে একটি অলিভ রিডলি মা কাছিম ১০১টি ডিম পেড়ে সুস্থ অবস্থায় সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়।

এ ছাড়া, টেকনাফের শামলাপুরে দুটি কাছিম ২৪০টি, মাথাভাঙ্গা একটি কাছিম ১১৫টি, উত্তর শীলখালী একটি কাছিম ১১০টি ডিম দেয়।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, 'গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি মা কাছিমের মৃত্যুর পর আজকে সুসংবাদ পেয়েছি। আজকে পাঁচটি কাছিম ৫৬৬টি ডিম পেড়ে সুস্থভাবে সমুদ্রে ফিরে গেছে। এটা নিঃসন্দেহে খুশির সংবাদ।'

তিনি জানান, গত দুই মাসে সোনাদিয়া থেকে সেন্টমার্টিন পর্যন্ত এলাকায় ৯৪টি মৃত মা কাছিম ভেসে আসে। গত কয়েকদিনে এই সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। গতকালও ১০টি মা কাছিম মৃত অবস্থায় ভেসে আসে।

'এসব কাছিমের বেশিরভাগের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং জাল পেঁচানো রয়েছে। এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন,' যোগ করেন তিনি।

ডিমগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট, মেরিন লাইফ এলায়েন্স, কোডেক-ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্টের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Crane brought to Bangabandhu's Dhanmondi-32 residence after vandalism

Protesters stormed and vandalised the Dhanmondi-32 residence of Bangabandhu Sheikh Mujibur Rahman tonight following social media announcements of a "Bulldozer Procession"

2h ago