বোরির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, গত দুই মাসে ৯৪টি মৃত মা কাছিম ভেসে এসেছে। আজকে পাঁচটি কাছিম ৫৬৬টি ডিম পেড়ে সুস্থভাবে সমুদ্রে ফিরে গেছে। এটা নিঃসন্দেহে খুশির সংবাদ।
বেলাভূমিতে গর্ত করে প্রায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে ১১৬টি ডিম পাড়ে এটি।