করতোয়ার কান্না

মৃতপ্রায় করতোয়া নদী। ছবি: স্টার

একসময়ের খরস্রোতা করতোয়া নদী এখন একটি সরু খাল। দখল-দূষণের মচ্ছবে পরিণত হয়েছে ভাগারে। যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।

ছবি: স্টার

নদীর পানি কোথাও আর স্বচ্ছ নেই, বিদঘুটে কালো, উৎকট দুর্গন্ধ ছড়ায়। যেটুকু পানি এখনো গড়াচ্ছে তার বেশিরভাগই পৌরসভার ড্রেনের পয়ঃনিষ্কাশন। করতোয়াকে বাঁচাবে কে?

ছবি: স্টার

সম্প্রতি ভাটকান্দি, চানমারি ও বেজোড়া সেতু এলাকা থেকে মৃতপ্রায় করতোয়া নদীর ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের বগুড়া সংবাদদাতা মোস্তফা সবুজ।

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

28m ago