ক্রেতা সেজে বাঘের চামড়া জব্দ করল র‍্যাব, আটক ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরায় শ্যামনগরে বাঘের চামড়াসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। ক্রেতা সেজে গিয়ে বাঘের চামড়াটি জব্দ করেন তারা।

আটককৃতরা হলেন, শ্যামননগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামে হাফিজুর শেখ, তার ভাইপো ইসমাইল শেখ ও আসিফ শেখ।

আজ সোমবার বিকেলে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের হাফিজুর রহমান শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, হাফিজুর রহমান একটি বাঘের চামড়া বিক্রির চেষ্টা করছেন র‍্যাবের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল। র‍্যাবের গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে বাঘের চামড়াটি কেনার ইচ্ছার কথা জানান। ৮০ লাখ টাকায় চামড়াটি বিক্রি করতে রাজি হন তিনি। আজ বিকেলে অভিযান চালিয়ে ওই দলের এক তিন সদস্যকে বাঘের চামড়াসহ আটক করা হয়।

Comments

The Daily Star  | English

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

27m ago