পল্লীবিদ্যুৎ বোর্ড ও সমিতির কাঠামো পূনর্মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি

দেশের বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা ও কাঠামো পূনর্মূল্যায়নে ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক অফিস আদেশে বিদ্যুৎ বিভাগ এ তথ্য জানিয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারের নেতৃত্বে কমিটিতে আছেন-এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের অধ্যাপক এ কে এনামুল হক, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক খালেদ মাহমুদ।

এ কমিটি পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির ভিত্তি দলিল, সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করবে এবং সব অংশীজনদের সাক্ষাৎকার নেবে।

কমিটি গ্রামীণ বিদ্যুতায়ন ব্যবস্থার জন্য একটি উপযুক্ত কাঠামোর সুপারিশ করবে।

 

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

1h ago