উত্তরাঞ্চলে ডিজেল সংকট

ভারত থেকে পাইপলাইনে আনা হচ্ছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল

প্রতীকী ছবি

দেশের উত্তরাঞ্চলের চাহিদা পূরণে পাইপলাইনে ভারত থেকে ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আগামী বুধবারের মধ্যে 'ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ' পাইপলাইনের মাধ্যমে চার হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছাবে। আজ মঙ্গলবার বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'দৌলতপুর থেকে রেলওয়াগনে করে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত কিছু দিন পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হয়নি। যে কারণে উত্তরাঞ্চলে ডিজেলের চাহিদা বেড়েছে। দ্রুততম সময়ে ডিজেল পৌঁছে দিতে ভারতের নুমালিগড় রিফাইনারি (এনআরএল) থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে।'

পরিচয় প্রকাশ না করার শর্তে বিপিসির একাধিক কর্মকর্তা ডেইলি স্টারকে জানিয়েছেন, 'তেল পরিবহনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ পর্যাপ্ত ওয়াগন দিতে পারছে না। ফলে দেশে পর্যাপ্ত ডিজেল মজুত থাকলেও উত্তরাঞ্চলে সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। বিকল্প ব্যবস্থা হিসেবে সাত হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা হচ্ছে।'

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাত হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য গত সপ্তাহে এলসি খোলা হয়। বুধবার ভোররাত পর্যন্ত চার হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে পৌঁছাবে। বাকি তিন হাজার মেট্রিক টন ডিজেল আসবে আগামী সপ্তাহে।

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

5m ago