বিপিসির নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

আমিন উল আহসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সচিব মো. আমিন উল আহসান।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

বিপিসি সূত্রে জানা গেছে, বিপিসির বর্তমান চেয়ারম্যান এ বি এম আজাদ আগামী ৯ এপ্রিল অবসরে যাচ্ছেন। তিনি ২০২১ সাল থেকে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিপিসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. আমিন উল আহসান ইতোপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English

ICT bans dissemination of Hasina's 'hate speech'

"If speeches like these are published and broadcast, we won't be able to bring witnesses to the tribunal at the time of trials"

13m ago