৪ বছরের মধ্যে সব গ্যাস গ্রাহকের মিটার প্রিপেইড হবে: নসরুল হামিদ
আগামী চার বছরের মধ্যে সারা দেশে গ্যাসের সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ শনিবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অধীনে ৫০ হাজার গ্যাস প্রিপেইড মিটার, অত্যাধুনিক ডাটা সেন্টার ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
নসরুল হামিদ বলেন, 'সব গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় চলে আসবে। সুবিধা দুটি—গ্যাসের অপচয় কমবে এবং তারা সাশ্রয়ী মূল্যে গ্যাস ব্যবহার করতে পারবেন।'
জালাবাদের (জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি) সেবায় সন্তুষ্টি প্রকাশ করে আগামী দুই বছরের মধ্যে এই অঞ্চলের বাকি গ্রাহকদের মিটারের আওতায় আনতে প্রকল্প নেওয়ার আহ্বান জানান তিনি।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 'বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে মিটারের ব্যবহার শুরু হয়েছে। আমরা দেখছি, তারা যেন নিরবচ্ছিন্ন গ্যাস পায়।'
সারা দেশে সব গ্রাহককে প্রেপেইড মিটারের আওতায় আনতে কত সময় লাগতে পারে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, 'অনেক কষ্ট করে গত পাঁচ-সাত বছরে ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডিদের মাথায় চড়ে গিয়ে চাপ দেওয়া হচ্ছে, তারা যেন করতে পারে।'
তিনি বলেন, 'তিতাসের একটি বড় প্রকল্প আসছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানের জেবিক (জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন—এই তিনটি সংস্থা মিলে প্রায় ৩০ লাখ মিটার কানেক্ট করছে। আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন, তারাও তাদের সহযোগিতা করছেন। জাইকাও রাজি হয়েছে অর্থ দেওয়ার জন্য। আমরা আশাবাদী, আগামী বছর চারেকের মধ্যে টেন্ডার করে গ্যাস মিটার লাগানো আমরা শেষ করতে পারবো।'
তিতাসের সাত লাখের বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'কর্ণফুলীও চেষ্টা করছে (অবৈধ সংযোগ দূর করতে)। যেহেতু অন্য এলাকাগুলো বৃহৎ এলাকা, বিভিন্ন ধরনের গ্রাহক, সে জন্য সময় লাগছে। তবে (অবৈধ সংযোগ) এটা থাকবে না।
'নতুন প্রকল্পের আওতায় ঢাকা ও পাশের এলাকায় পুরোনো পাইপ লাইন উচ্ছেদ করে কানেকশন চেক করে দিচ্ছি। জালালাবাদেও হালনাগাদের জন্য প্রকল্পের কথা আমরা বলেছি,' যোগ করেন তিনি।
Comments