মুন্সিগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পাঁচটি লোহার কারখানা ও তিনটি গ্রামের প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অবৈধভাবে সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করায় চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

কারাদণ্ড প্রাপ্ত চার জন হলেন—হোসেন (৪১), জাহাঙ্গীর আলম (৩৩), রমিজ উদ্দিন (৫০) ও হাবিব খাঁন (৪০)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি এলাকায় আজ অভিযান পরিচালনা করা হয়েছে। চার জনকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।'

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, 'গজারিয়া উপজেলার অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে আমাদের অভিযান অব্যাহত ছিল। এর অংশ হিসেবে বক্তারকান্দি, টেকপাড়া ও মানাইরকান্দি গ্রামের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। লাইনটির মাধ্যমে প্রায় দেড় হাজার অবৈধ সংযোগ চলছিল।'

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলামসহ অনেকে।

Comments