ফতুল্লায় রাস্তার কাজে তিতাসের লাইন ফেটে আগুন, পুড়ল বাড়িঘর-দোকান

অগ্নিকাণ্ডের পর ফতুল্লার আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুৎ বিতরণ বন্ধ হয়ে যায়।
পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুন ধরে যায়। এতে কয়েকটি দোকান ও ঘর পুড়ে গেছে।

আজ রোববার সকাল ১১টার দিকে পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, 'মাটির নিচে গ্যাস ও বৈদ্যুতিক লাইন দুটোই ছিল। রাস্তা নির্মাণের সময় গ্যাস লাইন ফেটে যায় এবং একই সময়ে বৈদ্যুতিক লাইনে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়।'

'খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সড়কের পাশের অন্তত ৩টি দোকান ও ৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়,' বলেন তিনি।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর ফতুল্লার আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুৎ বিতরণ বন্ধ হয়ে যায়।

বিসিকের একটি নিটিং কারখানার মালিক মাহবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আগুন লাগার পর এক ঘণ্টার বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরে বিসিক এলাকায় গ্যাস সরবরাহ শুরু হলেও বিসিকের বাইরে অন্যান্য এলাকায় সরবরাহ বন্ধ ছিল।'

নাম প্রকাশ না করার শর্তে বিসিকের অপর একটি কারখানার এক কর্মকর্তা জানান, ঘটনার পর প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদ রাতে ডেইলি স্টারকে বলেন, 'এলিভেটেড রোড নির্মাণের সময় দুর্ঘটনাক্রমে একটি গ্যাস লাইন ফেটে যায়। পরে আগুন ধরে যায়। লাইন মেরামতের কাজ চলছে। কাছাকাছি বৈদ্যুতিক লাইন থাকায় সময় লাগছে।'

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

2h ago