ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু

এসএস পাওয়ার প্ল্যান্ট
বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী থেকে মদুনাঘাট হয়ে নারায়ণগঞ্জের মেঘনাঘাট পর্যন্ত ২৭৬ কিলোমিটার ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে মেঘনাঘাট প্রান্ত থেকে ৪০০ কেভি ভোল্টেজের লাইনটি চালু করা হয়। 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লাইনটি বাঁশখালীতে নির্মিত এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে মদুনাঘাট হয়ে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই মেঘনাঘাট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু করা হয়েছিল।

এই দুই লাইন ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি লাইনের মাধ্যমে যুক্ত হওয়ায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো আগের তুলনায় শক্তিশালী হয়েছে বলে পিজিসিবি জানিয়েছে। 

গত মাসের শেষ দিকে এস আলম গ্রুপের ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে কয়লা সংকটে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখে।

Comments

The Daily Star  | English
CNG drivers blocked city streets

BRTA cancels directive on metred rate for CNGs

DMP requested the CNG drivers to withdraw the blockades and to not hinder public movements on the roads.

53m ago