প্রতি ইউনিট ৩.২৪ ডলার কমে সাড়ে ১৬ ডলারে এলএনজি কিনছে সরকার
আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় সরকার এবার ৩ দশমিক ২৪ ডলার কমে প্রতি ইউনিট এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে যাচ্ছে।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা এম/এস জেরা কো. ইন্. জাপানের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কিনবে। এর জন্য খরচ হবে ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা।
প্রতি ইউনিট বা প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৬ দশমিক ৫ ডলার। এর আগে এলএনজি কেনা হয়েছে ১৯ দশমিক ৭৪ ডলারে।
Comments