কর্ণফুলী গ্যাসের এমডিসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পেট্রোবাংলার

ছবি: সংগৃহীত

নিয়োগ দুর্নীতি, জালিয়াতি করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ, পদোন্নতিতে অনিয়মসহ ১২টি খাতে দুর্নীতির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ মাজেদসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পেট্রোবাংলা। 

শনিবার পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. আলতাফ হোসেন ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৩১ পাতার ওই তদন্ত প্রতিবেদনে যারা অভিযুক্ত সবার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।'

চলতি বছরের মার্চে কেজিডিসিএলের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে ৪ সদস্যের কমিটি গঠন করে পেট্রোবাংলা। কমিটি জুনের শেষ দিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়। 

এই কমিটির আহ্বায়ক ছিলেন পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আলী ইকবাল মো. নুরুল্লাহ। এছাড়া মহাব্যবস্থাপক (হিসাব) মো. নজরুল ইসলাম, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) ডি এম জোবায়েদ হোসেনকে সদস্য ও মহাব্যবস্থাপক (সংস্থাপন) মো. আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়। 

তদন্ত কমিটি ১২টি খাতে অনিয়মের বিষয়ে তদন্ত করে। প্রতিবেদনে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদের বিরুদ্ধেও অনিয়ম-জালিয়াতির বিভিন্ন অভিযোগ আনা হয়। মহাব্যবস্থাপক ফিরোজ খানের বিরুদ্ধেও অভিযোগ উঠে আসে। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ এসেছে বিপণন-উত্তরের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান, ব্যবস্থাপক বাসুদেব বিশ্বাস, মো. হাবিবুল গণি, উপমহাব্যবস্থাপক এ জে এম ছালেহউদ্দিন সারওয়ার, বিপণন-দক্ষিণ ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী আমিনুর রহমানসহ এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে। 

 

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago