১৯ দিনের ব্যবধানে আবারও বিদ্যুতের দাম বাড়ল: খুচরা ৫ ও পাইকারি ৮ শতাংশ

প্রতীকী ছবি: সংগৃহীত

মাত্র ১৯ দিনের ব্যবধানে আবারও সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা এসেছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৮ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সম্পর্কিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'ভর্তুকি সমন্বেয়ের লক্ষ্যে, জনস্বার্থে' গত ১২ জানুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে।

নতুন এই বর্ধিত মূল্য আগামীকাল থেকে, অর্থাৎ, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে গত ১২ জানুয়ারি ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম গড়ে প্রতি ইউনিটে ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়। ১ জানুয়ারি থেকে এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

4h ago