বিপিসিকে ২০.৪ লাখ মে. টন জ্বালানি তেল আমদানির অনুমতি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ২০২৩ সালের প্রথমার্ধে ২০ লাখ ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির  প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

১৮ হাজার ২১৫ কোটি টাকা ব্যয়ে বিপিসি এই তেল কিনবে।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, চীন ও মালয়েশিয়াসহ ৭ দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে এ জ্বালানি তেল কেনা হবে। 

চলতি বছর ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ৫৪৫ কোটি টাকা মূল্যে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে বিপিসির প্রস্তাবও অনুমোদিত হয়েছে আজকের বৈঠকে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর মোট ৫৪ লাখ টন জ্বালানি তেল আমদানি করার কথা বিপিসির। 

এর মধ্যে বিভিন্ন দেশের কাছ থেকে সরকার-সরকার চুক্তির অধীনে কেনা হবে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত তেল।

এছাড়া সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে বাকি ১৬ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হবে।

Comments

The Daily Star  | English
CNG drivers blocked city streets

BRTA cancels directive on metred rate for CNGs

DMP requested the CNG drivers to withdraw the blockades and to not hinder public movements on the roads.

47m ago