আজ ও কাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না
ঢাকার তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী এলাকায় আজ এবং মিরপুর এলাকায় আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ নেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আজ বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী এলাকার আওতাধীন এলাকায় সকল শ্রেনীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
এ ছাড়া, আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১১ ও মিরপুর ১২ এলাকার আওতাধীন এলাকায় সকল শ্রেনীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Comments