জাতীয় গ্রিডে বিপর্যয়ে জড়িতদের চাকরিচ্যুত করা হবে: প্রতিমন্ত্রী
গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় কারিগরি নয়, মূলত ব্যবস্থাপনা ত্রুটি ছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, '৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
সেদিন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অর্ধেকের বেশি অঞ্চল ৪ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
শনিবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামিদ বলেন, 'আগামী এক-দুই দিনের মধ্যে তদন্ত কমিটি এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে। তাহলে বোঝা যাবে ঘটনার জন্য কারা দায়ী। আমরা দেখতে পেয়েছি যে এটি এনএলডিসি (ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার), বিপিডিবি (বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) এবং ডেসকো (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড) এর মধ্যে সমন্বয়ের অভাবের ফলে হয়েছে।'
'যারা এই ঘটনার জন্য দায়ী তাদের আমরা চাকরিচ্যুত করবো এবং বিভাগীয় ব্যবস্থা নেব,' বলেন তিনি।
পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'ব্ল্যাকআউট যেটা হয়েছিল, এখনো কিন্তু আমরা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব এটা সমাধান করতে। আমরা আশাবাদী, হয়তো এক-দুই সপ্তাহ সময় লাগতে পারে, অন্তত ঢাকা ও আশেপাশের অঞ্চল আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারবো।'
Comments