পাকিস্তানের ৩ প্রদেশে বিদ্যুৎ বিভ্রাট

পাকিস্তান বিদ্যুৎ
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে পাকিস্তানের সিন্ধু, বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশে বিদ্যুৎ বিভ্রাট। ছবি: এএফপি ফাইল ফটো

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে পাকিস্তানের সিন্ধু, বেলুচিস্তান ও পাঞ্জাব প্রদেশে বিদ্যুৎ বিভ্রাট চলছে।

আজ বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জিও নিউজ ও ডন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জ্বালানি মন্ত্রণালয়ের টুইট বার্তায় জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহ যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানানো হয়।

সিন্ধু প্রদেশের রাজধানী ও প্রধান বন্দর করাচির বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান কে-ইলেকট্রিকের মুখপাত্র ইমরান রানা গণমাধ্যমটিকে বলেন, হাইকোর্টসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানসহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান এলইএসসিও জানিয়েছে, প্রদেশের দক্ষিণাঞ্চল ও মুলতান বিভাগে বিদ্যুৎ বিপর্যয় চলছে।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান কিউইএসসিও গণমাধ্যমকে জানিয়েছে, বর্তমানে প্রদেশের ৩৫ জেলার অন্তত ২৮টি বিদ্যুৎহীন।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

40m ago