রাশিয়ার অপরিশোধিত তেলের নমুনা ঢাকায়

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা পাঠিয়েছে রাশিয়ার একটি বেসরকারি জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান। 

গত বুধবার ৫০ কেজি ওজনের চালানটি উড়োজাহাজে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। 

আগামী দুই-একদিনের মধ্যে চালানটি খালাস করে দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল) পাঠানো হবে।

যোগাযোগ করলে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান ডেইলি স্টারকে বলেন, 'আমরা শুনেছি রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেলের একটি নমুনা পাঠানো হয়েছে। চালানটি আমাদের কাছে পৌঁছালে বিস্তারিত বলতে পারবো।'

এদিকে বিপিসির শীর্ষ এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, গত ২৪ আগস্ট রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা এসেছে। নমুনাটির ইআরএ  পরীক্ষা করে দেখা হবে।

তিনি আরও বলেন, 'বিপিসির বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বর (বিআইএন) না থাকায় বিমানবন্দর থেকে চালানটি খালাস করতে দেরি হচ্ছে। ইতোমধ্যেই ইস্টার্ন রিফাইনারির বিআইএন ব্যবহার করে বিমানবন্দর থেকে এই খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।'

রাশিয়ার বেশ কয়েকটি বেসরকারি জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বিপিসির কাছে কম দামে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব পাঠিয়েছে বলে জানান তিনি। 

কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করছে।

 

Comments

The Daily Star  | English

Iran says taking measures to continue nuclear programme

"Plans for restarting (the facilities) have been prepared in advance, and our strategy is to ensure that production and services are not disrupted," said the head of the Atomic Energy Organization of Iran

10m ago