ঘূর্ণিঝড় মোখা

৩৩৩ নম্বরে ডায়াল করে পাওয়া যাবে তথ্য-জরুরি সহায়তা

জাতীয় হেল্পলাইন ৩৩৩ এ ডায়াল করে ঘূর্ণিঝড় মোখা এবং সতর্কতা সংকেত সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

এই নম্বরে ডায়াল করে আবহাওয়া বার্তা ও জরুরি সহায়তাও পাওয়া যাবে।

অ্যাসপায়ার টু ইনোভেট (এ২আই) আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  

এই কল টোলমুক্ত হবে বলে জানিয়েছে এ২আই।

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

29m ago