ঘূর্ণিঝড় রিমাল: খুলনায় ১৬৮ কোটি ৫৬ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি

জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গেছে পুকুর-ঘেড়ের মাছ। খুলনার কয়রা থেকে ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।

খুলনায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ১৬৮ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার মৎস্য সম্পদ এবং ৭৬ হাজার ৯০৪টি ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

খুলনার ৭০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দুর্গত এলাকায় এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে আমরা যে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পেয়েছি, তাতে মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ২০০ জন।'

তিনি বলেন, 'ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৬ হাজার ৯০৪টি এবং মৎস্য সম্পদের ক্ষতির পরিমাণ ১৬৮ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার।'

'কৃষি বিভাগের তথ্যটা আমরা এখনো পাইনি,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

48m ago