ঘূর্ণিঝড় হামুন: দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় হামুন ধেয়ে আসায় সারাদেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: স্টার

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় দেশের দক্ষিণাঞ্চল থেকে অভ্যন্তরীণ সবগুলো রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ভোলা-বরিশাল নৌ রুটে ফেরি সার্ভিসও বন্ধ রাখা হয়েছে।

সব ধরনের লঞ্চ-ট্রলার নদী তীরে নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে সব প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রিতিনিধিদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

বরিশালের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক শাহাবুদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, বরিশাল বিভাগে তাদের মোট ৩৩ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং শুরু হয়েছে।

বরিশাল জেলা প্রশাসন জানান, ইতোমধ্যে ৩২২ মেট্রিক টন চাল, ৯ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

জেলা সিভিল সার্জন জানান, উপজেলায় জীবন রক্ষাকারী সরঞ্জাম ও প্রয়োজনীয় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। 

এ ছাড়া পুলিশ বিভাগ জানিয়েছে, তারা আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago