বরিশালে প্রবল বৃষ্টি, লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘সিত্রাং’র প্রভাবে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। ২৪ অক্টোবর ২০২২। ছবি: টিটু দাস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ 'সিত্রাং'র প্রভাবে বরিশালে আজ সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি চলছে। মাঝেমধ্যে দমকা বাতাস বইছে।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘূর্ণিঝড় মোকাবিলায় বরিশাল জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শুকনো খাবারসহ জরুরি পণ্য মজুদ রেখেছে।'

'সিত্রাং' মোকাবিলায় বরিশাল জেলায় ১ হাজার ৫১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সেখানে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন।

একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করাসহ জেলার সব স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক ডেইলি স্টারকে বলেন, 'বরিশাল নদীবন্দর থেকে ১২ রুটে একতলা লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা হয়েছে।'

এ ছাড়াও, ভোলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

এ দিকে, পায়রা বন্দরের পরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ ডেইলি স্টারকে বলেছেন, 'বন্দরে ৭ নম্বর বিপদসংকেত দেখানো হচ্ছে।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

18m ago