পলান সরকারের চরিত্রে ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

ফজলুর রহমান বাবু ইতোমধ্যে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার অভিনীত সিনেমা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। মঞ্চ-টেলিভিশন নাটক ও ওটিটিতে দারুণ ব্যস্ত এই অভিনয়শিল্পী একটার পর একটা নতুন সিনেমায় নিজেকে ব্যস্ত রেখেছেন।

সেইসঙ্গে তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন। তার নাটক-সিনেমা মানেই ভিন্ন রকম চরিত্রে তাকে দেখতে পাওয়া। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, সব সময়ই চেয়েছি ভিন্ন ভিন্নভাবে নিজেকে পর্দায় দেখব। সেভাবেই কাজ করে যাচ্ছি।

বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আলোড়ন সৃষ্টিকারী আলোকিত মানুষ পলান সরকারকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি চলচ্চিত্র। এখানে পলান সরকারের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু।

সিনেমার নাম 'সলতে'। পরিচালনা করছেন জহির রায়হান।

ফজলুর রহমান বাবু বলেন, পলান সরকারের দর্শন আমাকে আকৃষ্ট করেছে। তার দর্শন আমাকে মুগ্ধ করেছে। একজন মানুষ, অনেক বেশি পড়ালেখা না করেও কীভাবে মানুষকে আলোকিত করে গেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দিয়েছেন। এমন মানুষের সংখ্যা কম।

'পরিচালক পলান সরকারকে নিয়ে অনেক গবেষণা করেছেন। তার ওপর পড়াশোনাও করেছেন। তারপর একটা চিত্রনাট্য তৈরি করেছেন। তার এই কাজকে সাধুবাদ জানাতেই হয়।'

তিনি বলেন, পলান সরকারের কথা এই দেশের কে না জানে। তার কর্ম অসংখ্য মানুষকে ছুঁয়ে গেছে। আমাকেও ছুঁয়ে গেছে।

এক প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, পলান সরকার নিজে বই পড়ে আনন্দ পেয়েছেন। তারপর মানুষকে বই পড়তে দিয়ে আনন্দ পেয়েছেন। বইয়ের কাজ কী? মানুষকে আনন্দ দেওয়া। মানুষকে অনেক কিছু জানতে সাহায্য করে। বইয়ের আনন্দ তিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।

অন্যদিকে ফজলুর রহমান বাবুর সঙ্গে কথা বলে জানা যায়, পলান সরকারকে নিয়ে সিনেমার অনেকগুলো দৃশ্যের শুটিং হয়েছে রাজশাহীর কাকনহাটে। প্রথম লটের শুটিং সেখানেই সম্পন্ন হয়েছে। তারপর ঢাকায় শুটিং হয়েছে। বান্দরবানেও শুটিং হয়েছে।

ফজলুর রহমান বাবু বলেন, পলান সরকার সিনেমার প্রথম শুটিং করেছি রাজশাহীর কাকনহাটে। ওখানকার গ্রামটি খুব সুন্দর। বরেন্দ্র অঞ্চলের কিছুটা ছোঁয়া আছে। মাটির ঘর আছে, দোতলা মাটির বাড়ি আছে। খুব ভালো লেগেছে ওই লোকেশনে শুটিং করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিয়ত নতুন নতুন চরিত্র আমাকে টানে। নতুন নতুন গল্প আমাকে টানে। পলান সরকার চরিত্রটি করে ভালো লাগছে। আশা করছি দর্শকদের নাড়া দেবে চরিত্রটি।

সরকারি অনুদানে নির্মিত হচ্ছে পলান সরকার সিনেমাটি।

অন্যদিকে সিনেমার বাইরে নাটকও করছেন ফজলুর রহমান বাবু। আরও একাধিক নতুন সিনেমা নিয়ে কথা চলছে।

তিনি বলেন, আপাতত পলান সরকার সিনেমার কাজটি ভালোভাবে শেষ করতে চাই। তারপর নতুন কোনো কাজে দেখা যাবে।

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

52m ago