ঈদে ফজলুর রহমান বাবুর ২ সিনেমা

ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে। একটি 'ওমর' এবং অপরটি 'মেঘনা কন্যা'।

ওমর সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং 'মেঘনা কন্যা' পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী।

ফজলুর রহমান বাবু বলেন, 'দুই সিনেমায় দুরকম চরিত্রে অভিনয় করেছি। ওমর সিনেমার গল্প একেবারেই অন্যরকম। চরিত্রটি নিয়ে এখনই বলতে চাই না। সবকিছুতে নতুনত্ব আছে।'

তিনি আরও বলেন, 'দর্শক ভালো গল্প চায় সবসময়। ওমর সিনেমায় শক্তিশালী গল্প পাওয়া যাবে। অন্যদিকে মেঘনা কন্যা সিনেমায় দারুণ গল্পের খোঁজ পাওয়া যাবে। দুটি সিনেমা করে আমি অভিনেতা হিসেবে তৃপ্ত।'

ফজলুর রহমান বাবু সবশেষে বলেন, 'দুটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। আশা করছি ঈদের ছুটিতে দর্শকরা প্রেক্ষাগৃহে যাবেন এবং সিনেমা দুটি দেখবেন।'

এই দুটি সিনেমা ছাড়াও ঈদে ফজলুর রহমান রহমান বাবু অভিনীত কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago