‘ইউএনও স্যার’ ওয়েবফিল্মে অপূর্ব

‘ইউএনও স্যার’ ওয়েবফিল্মের একটি দৃশ্যে অপূর্ব। ছবি: সংগৃহীত

রোমান্টিক নাটকেই বেশি অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব। অনেকেই তাকে রোমান্টিক হিরো হিসেবে দেখতে পছন্দ করেন।

এই অভিনেতা আবার কখনো কখনো নিজেকে ভেঙেচুরে নতুন নতুন চরিত্রে হাজির হওয়ার চেষ্টা করেন। তার অভিনীত তেমনই একটি নির্মাণ 'ইউএনও স্যার।'

ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদধারী কর্মকর্তা কী করতে পারেন? এমন প্রশ্ন সামনে নিয়েই নির্মিত ওয়েবফিল্মটি।

আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে 'ইউএনও স্যার' ওয়েবফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

পরিচালক সৈয়দ শাকিল বলেন, 'আমার জানামতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। '

অপূর্ব ছাড়াও এই ওয়েবফিল্মে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া প্রমুখ।

Comments