পেয়ারার সুবাস সিনেমার গল্প অসম্ভব সুন্দর: জয়া

বাংলাদেশ ও কলকাতায় একই দিনে মুক্তি পাচ্ছে জয়া আহসানের ২ সিনেমা
জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভারতীয় বাংলা সিনেমায় এখন বেশি ব্যস্ত বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। গেল কয়েক বছর সেখানে নিয়মিত তার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে গত বছর ভারতে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে এবং সেগুলোর জন্য বেশ প্রশংসিতও হয়েছেন তিনি।

দীর্ঘ বিরতির পর এবার বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা। নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমার নাম 'পেয়ারার সুবাস'।

আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে 'পেয়ারার সুবাস'। জয়া আহসান তার ভেরিফায়ের ফেসবুকে গতরাতে এই তথ্য জানিয়েছেন। লিখেছেন, 'পেয়ারার নাকে লাগে কীসের সুবাস? ৯ ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র "পেয়ারার সুবাস"।'

বাংলাদেশ ও কলকাতায় একই দিনে মুক্তি পাচ্ছে জয়া আহসানের ২ সিনেমা
জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দ্য ডেইলি স্টারকে জয়া আহসান বলেন, 'পেয়ারার সুবাস একটি দারুণ গল্পের সিনেমা। আশা করছি সবার ভালো লাগবে। গল্পটা অসম্ভব সুন্দর।'

'পেয়ারার সুবাস' সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার প্রমুখ।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমার প্রিমিয়ার হয়েছে গত বছর।

অন্যদিকে ৯ ফেব্রুয়ারিই কলকাতায় মুক্তি পাচ্ছে 'ভূতপরী' নামের নতুন একটি সিনেমা। একদিনে দুই দেশে জয়ার নতুন সিনেমা মুক্তির বিষয়টি এবারই প্রথম ঘটছে।

বাংলাদেশ ও কলকাতায় একই দিনে মুক্তি পাচ্ছে জয়া আহসানের ২ সিনেমা
জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জয়া আহসান বলেন, 'অনেক ভালো লাগছে। দর্শকরা সিনেমা দুটি দেখবেন—এটাই প্রত্যাশা।'

এর আগে সর্বশেষ ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে জয়া আহসান অভিনীত সিনেমা 'বিউটি সার্কাস' মুক্তি পায়, যার পরিচালক মাহমুদ দিদার।

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

27m ago