বিনোদন

ভারতে ওটিটি বর্ষসেরা প্রতিবেদনে জয়া আহসান

গত ৮ ডিসেম্বর, ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের।
jaya ahsan
জয়া আহসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান ভারতে সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তার অবদান রেখেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্ট নিয়ে সেরা পারফর্মেন্সের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পঙ্কজ ত্রিপাঠি ও জয়া আহসান
পঙ্কজ ত্রিপাঠি ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

ওই প্রতিবেদনে শীর্ষে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

গত ৮ ডিসেম্বর, 'কড়ক সিং' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে জয়া আহসানের বিপরীতে ছিলেন পঙ্কজ ত্রিপাঠি। মুক্তির পর সিনেমাটি প্রশংসিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে 'আউটস্ট্যান্ডিং অন ওটিটি: ব্রেকআউট পারফর্মেন্স'। সেখানে জয়া আহসান বলেছেন, 'এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার।'

জয়া আহসান
জয়া আহসান। স্টার ফাইল ছবি

'কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারত; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এরকমই নতুন কিছুর খোঁজে আছি।'

Comments

The Daily Star  | English

Mirpur-10 intersection: Who will control unruly bus drivers?

A visit there is enough to know why people suffer daily from the gridlock: a mindless completion of busses to get more passengers

1h ago