টরন্টো চলচ্চিত্র উৎসবে আজ প্রদর্শিত হবে ‘মুজিব: একটি জাতির রূপকার’

টরন্টো চলচ্চিত্র উৎসবে আজ প্রদর্শিত হবে ‘মুজিব: একটি জাতির রূপকার’
ছবি: আরিফিন শুভর ফেসবুক থেকে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'মুজিব: একটি জাতির রূপকার' শিগগির মুক্তি পাবে বিশ্বজুড়ে। 

সিনেমা হলে মুক্তির আগে সিনেমাটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

গত ৭ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে শুরু হয়েছে '৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। 

শ্যাম বেনেগাল নির্মিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার 'মুজিব' সিনেমাটি প্রথমবার এই উৎসবে প্রদর্শিত হবে। বিষয়টি দ্য ডেইলি স্টারক নিশ্চিত করেছেন সিনেমার অন্যতম অভিনেতা আরিফিন শুভ। 

১০ দিনের এই উৎসবের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। মুজিব সিনেমার পক্ষ থেকে টরন্টো উৎসবে যোগ দিতে কানাডা গিয়েছেন অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াসহ সিনেমাসংশ্লিষ্ট অনেকেই। এ সিনেমায় আরিফিন শুভ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিণত বয়সের চরিত্রে। শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা আর নুসরাত ফারিয়া রয়েছেন শেখ হাসিনার চরিত্রে। তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ অনেকেই অভিনয় করেছেন এই চলচ্চিত্রে। 

যেহেতু সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার দুই দেশে একসঙ্গেই মুক্তি পাবে। বিশ্বের আরও অনেক দেশে মুজিব মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সিনেমাটি তৈরি হয়েছে বাংলা ভাষায়। অন্য ভাষাভাষীদের সুবিধার্থে হিন্দি ও ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

35m ago