আবারও সালমান খানকে হত্যার হুমকি

সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোকেরা হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে সিকান্দার তারকার জন্য এটি তৃতীয় হুমকি। এদিকে এই হুমকির পর মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেল সালমানের নিরাপত্তা বাড়িয়েছে।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিষ্ণোইয়ের ভাই পরিচয়ে এক ব্যক্তি সালমান খানকে হত্যার হুমকি দিয়ে এই মেসেজটি পাঠান। মেসেজটা ছিল, 'আমি লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তাকে হয় আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নয়তো পাঁচ কোটি রুপি দিতে হবে। তা না হলে আমরা তাকে মেরে ফেলব। আমাদের গ্যাং এখনো সক্রিয়।'

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোকেরা সালমানকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে বলে বলিউড লাইফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিনোদন সংবাদমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নতুন করে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এর আগেও সালমানকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল ও চক্রটি তার কাছে দুই কোটি টাকা চেয়েছিল। তাছাড়া বিষ্ণোই সম্প্রদায় ও সালমানের শত্রুতা অবসানের জন্য পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছিল। পরে জানা যায়, প্রেরকরা এটিকে 'ভুল' উল্লেখ করে একটি নতুন বার্তা পাঠিয়েছেন।

এরপর জিশান সিদ্দিকিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হলে পুলিশ নয়ডা থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে। ২০২৪ সালের ১২ অক্টোবর বান্দ্রায় জিশান সিদ্দিকির অফিসের বাইরে খুন হন বাবা সিদ্দিকী। পরে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যার দায় স্বীকার করে।

গত সপ্তাহেও সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই বার্তাটিও ট্র্যাফিক কন্ট্রোল ইউনিটে পাঠানো হয়েছিল, যার পরে ওরলি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৪ (২) এবং ৩০৮ (৪) ধারায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত দুষ্কৃতী দুই কোটি টাকা দাবি করে। তিনি বলেন, মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে সালমান খানের মৃত্যু হবে।

গত ২৯ অক্টোবর এই বলিউড অভিনেতাকে হুমকি দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন কাঠমিস্ত্রি মহম্মদ তৈয়ব সালমান খানকে হুমকি দিয়ে মুম্বাই কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছিল। তৈয়বের কথিত বার্তায় লেখা ছিল, 'আমরা সালমান খানকে ছাড়ব না... এটা আপনাদের (সালমান খানের) শেষ সতর্কবার্তা।'

নয়ডা পুলিশ জানিয়েছে, দিল্লির করদমপুরী এলাকায় চাচার সঙ্গে থাকতেন তৈয়ব। জিজ্ঞাসাবাদে তৈয়ব জানায়, ক্ষুদে বার্তাটি সে 'রসিকতা' করে পাঠিয়েছিল। তবে তদন্তের অংশ হিসেবে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ।

হুমকির পরিপ্রেক্ষিতে, সালমান খানের সুরক্ষা ওয়াই প্লাসে আপগ্রেড করা হয়েছিল। এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর কৃষক নেতা রাকেশ টিকাইয়েত সালমান খানকে পরামর্শ দিয়েছিলেন, 'অতীতের ভুলের' জন্য বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে।

২০২২ সালে সালমান খানকে হুমকি দিয়ে একটি চিঠি পাওয়া গিয়েছিল তার বাড়ির কাছে। এরপর এ বছরের ১২ অক্টোবর দশেরা উৎসব চলাকালে জিশানের অফিসের বাইরে বাবা সিদ্দিকিকে খুন করার পর অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পরের দিন লরেন্স বিষ্ণোই গ্যাং দায় স্বীকার করে খানের সাথে সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ককে কেন্দ্র করে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, সালমানের বিরুদ্ধে যোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠার পর লরেন্স বিষ্ণোই ও গোটা বিষ্ণোই সম্প্রদায় তার ওপর ক্ষেপে যান। ১৯৯৮ সালে রাজস্থানে 'হাম সাথ-সাথ হ্যায়' সিনেমার শুটিংয়ের সময়ে এ ঘটনা ঘটে। পরে সালমান খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সালমান খানকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানকে একের পর এক হত্যার হুমকি দিতে শুরু করেন। অবশ্য প্রাণনাশের হুমকি পেয়ে এখন সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে হত্যার হুমকি পেলে সালমান খান নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। অবশ্য ঘোরাঘুরি কমিয়ে দিয়েছেন। সালমান খান এখন বিগ বসের শুটিং করছেন ও বর্তমানে হায়দরাবাদে রয়েছেন। তাকে আগামীতে রাশামিকা মান্দানার বিপরীতে এ আর মুরুগাদোসের সিকান্দার সিনেমাতে দেখা যাবে।

Comments

The Daily Star  | English

Working to make people true source of all power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

1h ago