সালমানের বাড়ির সামনে গুলি: পুলিশ হেফাজতে এক অভিযুক্তের মৃত্যু

গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইতে সালমান খানের বাড়ির সামনে গুলি করে মোটরসাইকেলে দুই দুষ্কৃতিকারীর পালিয়ে যাওয়্যার ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। ছবি: সংগৃহীত

মুম্বাইতে বলিউড অভিনেতা সালমান খানের বাসভবনের বাইরে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত মারা গেছেন।

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকা অনুজ থাপন (২৩) আত্মহত্যার চেষ্টা করেছিল এবং তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে বলে পুলিশ জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত অনুজ থাপন বিছানার চাদর ব্যবহার করে লকআপের টয়লেটে ভেতরে গলায় ফাঁস দেন।

তাকে দ্রুত সরকারি জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ মুম্বাইয়ের আজাদ ময়দান থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হবে বলে জানান তিনি।

গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'র বাইরে পরপর বেশ কয়েকবার গুলি হয়। মোটরসাইকেলে এসে দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ১৬ এপ্রিল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য ভিকি সাহাব গুপ্তা ও সাগর শ্রীযোগেন্দ্র পালকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

ওই দুজনকে অস্ত্র সরবরাহের অভিযোগে পরে অনুজ থাপন ও সনু সুভাষ চন্দরকে গ্রেপ্তার করা হয়। 

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ভাই আনমল বিষ্ণোইকে গুলির ঘটনায় ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে।

একটি ফেসবুক পোস্টে সালমানের বাসার সামনে গুলির দায় স্বীকার করেছেন আনমোল বিষ্ণোই।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers block traffic in different parts of Dhaka

They took to the streets in the Agargaon, Mohammadpur, Jatrabari, and Jatiya Press Club areas

10m ago