শাকিবের ‘তুফান’ আসছে ঈদুল আজহায়

রায়হান রাফী ও শাকিব খান। ছবি: স্টার

শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক রায়হান রাফী। সিনেমার নাম 'তুফান'।

আজ সোমবার বিকেলে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ সিনেমাটি প্রযোজনা করবে।

আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

শাকিব খান বলেন, 'দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমায় লগ্নী করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই যৌথভাবে এগোচ্ছি—সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর।'

তিনি বলেন, 'আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকা ব্যবসা করবে। হতে পারে "তুফান" আমাদের সেই সুযোগ এনে দেবে।'

রায়হান রাফী বলেন, '"সুরঙ্গ"র পর আমার স্বপ্ন ছিল বড় আয়োজনে একটা সিনেমা নির্মাণ করবো। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় প্রাপ্তি। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেবো।'

Comments