১০ কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ নিয়ে যা বললেন তমা মির্জা

তমা মির্জা
তমা মির্জা ও মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস মিষ্টি ওরফে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছেন আরেক নায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমা ওরফে তমা মির্জা।

নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চাইতেও বলা হয়েছে মিষ্টি জান্নাতকে।

আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টারকে তমা নির্জা বলেন, 'এটা সত্য আইনি নোটিশ পাঠিয়েছি। তবে আমি এ বিষয়ে কথা বলতে চাই না, যেহেতু এটা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যা বলার আমার আইনজীবী বললেন। তবে এটুকু বলতে চাই, ছাড় দিতে চাই না।'

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। এই ভিডিওগুলোতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমা মির্জার আইনজীবী।

নোটিশে বলা হয়, 'এ সব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।'

তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

AI poses bigger threat than weapons ahead of next election: CEC

He emphasises the critical role of journalists, especially those in mainstream media

15m ago