আমার ক্যারিয়ারে মায়ের অবদান সবচেয়ে বেশি: মিম

মিম ও তার মা। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত দর্শকপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন কলকাতার বাংলা সিনেমায়ও। দুই বাংলাজুড়ে তার পরিচিতি। নাটক ও মডেলিংয়ে বাজিমাত করা সিনেমাতেও ভালো একটা অবস্থান গড়েছেন।

গত কয়েক বছর ধরে অবশ্য বড় পর্দায় বেশি ব্যস্ত তিনি। তাছাড়া ওয়েব সিরিজেও সুনাম অর্জন করেছেন।

গতকাল শুক্রবার ছিল মিমের জন্য একটু অন্যরকম দিন—তার মায়ের জন্মদিন। মা-মেয়ে একই রংয়ের পোশাক পরে ছবি তুলেছেন।

বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

মিম বলেন, 'মায়ের প্রতিটি জন্মদিন আমার কাছে স্পেশাল। মা দীর্ঘদিন বেঁচে থাকুন, হাসি-খুশি থাকুন, এটাই চাওয়া।'

শোবিজ ক্যারিয়ারে মায়ের অবদান জানতে চাইলে মিম বলেন, 'আমার ক্যারিয়ারে মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার জীবন জুড়ে আছেন মা। কাজেই, আমার জীবনে মায়ের অবদান শতভাগ।'

মিম আরও বলেন, 'আজকে আমি যা হয়ে উঠেছি তার জন্য মায়ের শ্রম অনেক। মা সবসময় শুটিংয়ে নিয়ে যেতেন, সবকিছু গুছিয়ে দিতেন, বড় হওয়ার স্বপ্ন দেখাতেন। বাবারও ভূমিকা আছে। তবে, মায়ের বেশি।'

'আমার মা ভীষণ ভালো মানুষ। আমার ভক্তদেরকে বলব মায়ের জন্য আশীর্বাদ করবেন,' যোগ করেন তিনি।

গত বছর মিমের জন্মদিনে তার মা দেশের বাইরে ছিলেন। সেই জন্মদিনে মন খারাপ ছিল তার। মিম বলেন, 'সত্যি কথা বলতে, আমার সব জন্মদিনে মা পাশে থাকেন। কিন্তু গত বছর আমার ছোটবোনের কাছে বিদেশে ছিলেন। জন্মদিনটি মায়ের জন্য আফসোস করে কেটেছে। মাকে মিস করেছি।'

'মায়ের জন্মদিনে পাশে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। মাকে শুধু বলব তুমি সবসময় ভালো থেকো। তোমার জন্য এক পৃথিবী ভালোবাসা,' যোগ করেন তিনি।

মা দিবস উপলক্ষে মিমের মা পেতে যাচ্ছেন 'মা পদক'। মিম বলেন, 'এটা মায়ের জন্য একটা সারপ্রাইজ।'

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

2h ago