বড় পর্দার নায়ক হিসেবে মহরত হলো আফরান নিশোর

মহরত অনুষ্ঠানে আফরান নিশো বলেন, ‘সবাইকে ধন্যবাদ জ্যাম পার করে এখানে উপস্থিত হওয়ার জন্য। সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করব। যেহেতু টিমের সবাই আমরা হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড আছে, ভালো কিছু হবে আশা করি। আমাদের ডিওপি এক মাসের বেশি সময় ধরে এটার সঙ্গে কাজ করছেন। পুরো টিম খাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বড় পর্দার নায়ক হিসেবে মহরত হলো আফরান নিশোর
ছবি: সংগৃহীত

বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেতা আফরান নিশোর। তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা। রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমাটি প্রযোজনা করেছে চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেড। 

গত ২৮ ফেব্রুয়ারি রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল এই সিনেমার শুভ মহরত। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছে চরকি। 

মহরত অনুষ্ঠানে আফরান নিশো বলেন, 'সবাইকে ধন্যবাদ জ্যাম পার করে এখানে উপস্থিত হওয়ার জন্য। সব সময়ই ইচ্ছা ছিল বড়পর্দায় কাজ করব। যেহেতু টিমের সবাই আমরা হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড আছে, ভালো কিছু হবে আশা করি। আমাদের ডিওপি এক মাসের বেশি সময় ধরে এটার সঙ্গে কাজ করছেন। পুরো টিম খাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

নায়িকা তমা মির্জা বলেন, 'পরিচালকের কাছ থেকে শিখছি আমি। নিশো ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সঙ্গে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে; তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলতেন আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়।'

 

Comments