রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে ‘পেট কাটা ষ’

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এর অফিসিয়াল সিলেকশন পেয়েছে। 
রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে ‘পেট কাটা ষ’
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এর অফিসিয়াল সিলেকশন পেয়েছে। 

নুহাশ হুমায়ূন পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যান্থোলজি সিরিজ 'পেট কাটা ষ' এই ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে 'চরকি'। 

১ ফেব্রুয়ারি রটারড্যামের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় সিনেরামা হলে 'পেট কাটা ষ'-এর প্রথম শো অনুষ্ঠিত হয়। হেলেন ওয়েস্টরিকের সঞ্চলনায় হলভর্তি দর্শকের মধ্যে পরিচালক নুহাশ ও প্রযোজক রেদওয়ান রনিকে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রাথমিক পর্বে। সিনেমা শেষে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিচালক নূহাশ হুমায়ূন। সিনেমা দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকরা। 

'পেট কাটা ষ'-এর স্ক্রিনিং শেষে সঞ্চালক হেলেন ওয়েস্টরিক স্মারকস্বরুপ 'টাইগার' রটারড্যামের লোগো (আদতে যা চকলেট) নুহাশের হাতে তুলে দেন।

পরিচালক নুহাশ হুমায়ূন বলেন, 'এটা আমার জন্য যেমন আনন্দের দেশের জন্য আরও গৌরবের। বর্তমানে লোকাল কনটেন্ট গ্লোবালি দর্শক যে গ্রহণ করছে এটা একটা বড় আশার বিষয়। আর পুরো সিনেমার মাঝে দর্শক খুবই ইন্টার‌্যাক্টিভ ছিল। উচ্ছ্বাস প্রকাশ করছিল। যেখানে যেমন রিঅ্যাক্ট করার তেমন রিঅ্যাক্ট করছিল।'

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

1h ago