মৃণাল সেনের বায়োপিকের শুটিংয়ে ভারতে চঞ্চল চৌধুরী

চলতি মাসেই মৃণাল সেনের বায়োপিকের শুটিং

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে নিয়ে নির্মিতব্য পদাতিক সিনেমার শুটিং শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যে। ভারতীয় বিখ্যাত এই পরিচালকের জীবন ও কর্ম নিয়ে সৃজিত মুখার্জী সিনেমাটি পরিচালনা করছেন। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

নতুন সিনেমা পদাতিকের শুটিংয়ের জন্য আজ ভারত যাচ্ছেন চঞ্চল চৌধুরী। দ্য ডেইলি স্টারকে তিনি খবরটি নিশ্চিত করেছেন।

মনপুরা, আয়নাবাজি ও হাওয়া খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, অনেক স্বপ্নের, অনেক কাঙ্ক্ষিত সিনেমা পদাতিকের শুটিং করার জন্য ভারতে যাচ্ছি। বিখ্যাত একজন নির্মাতার চরিত্রে অভিনয় করব। সবার ভালোবাসা নিয়ে যেন সিনেমাটি শেষ করতে পারি।

তিনি আরও বলেন, সত্যি কথা বলতে পদাতিক নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে অমিতাভ বচ্চন পোস্টার শেয়ার করার পর সবাই জেনে গেছেন খবরটি। সবার প্রত্যাশা যেন পূরণ করতে পারি। আশীর্বাদ করবেন সবাই।

সম্প্রতি পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করা হয়েছে। লুক প্রকাশ করার পর দেশে ব্যাপক সাড়া ফেলেছে সেটি। সবার মাঝে ব্যাপক আলোড়ন তুলে। কোনটি চঞ্চল চৌধুরী আর কোনটি মৃণাল সেন এ নিয়ে দ্বিধায় পড়ে যান অনেকে। হুবহু একইরকম লাগে দেখতে দুজনকে।

এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, এটার জন্য মেকআপ শিল্পী সোমনাথ কুন্ডু অনেক পরিশ্রম করেছেন। তিনি চেষ্টা করেছেন খুব। আমি মুগ্ধ তার কাজে।

কোনো চ্যালেঞ্জ কাজ করছে কি? এমন প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, এক ধরণের চ্যালেঞ্জ তো থাকেই। তার চেয়েও বড় কথা প্রবল ভালোবাসা কাজ করছে। যে কোনো সিনেমা করার সময় চরিত্রটির প্রতি শতভাগ ভালোবাসা ও শ্রম দেওয়াই অভিনেতার কাজ। আমারও সেই চেষ্টাটা অব্যাহত থাকবে।

সম্প্রতি পদাতিক সিনেমার পোস্টার শেয়ার করেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। যা ব্যাপক প্রশংসা পায়। পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মনামী।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

13m ago