আবারো বিবাহ অভিযানে নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/ স্টার

নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার সিনেমা 'বিবাহ অভিযান' ২০১৯ সালে মুক্তি পায়। দর্শক সিনেমাটি বেশ পছন্দ করেছিল।

এবার 'বিবাহ অভিযান-২' তৈরির উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সিনেমাটি পরিচালনা করবেন সৌমিক হালদার।

নুসরাত ফারিয়া। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/ স্টার

'বিবাহ অভিযান-২' সিনেমায় আরও অভিনয় করবেন অঙ্কুশ, অনির্বাণ, রুদ্রনীল, সোহিনী সরকার ও প্রিয়াংকা সরকার।

নুসরাত ফারিয়া। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/ স্টার

নুসরাত ফারিয়া বলেন, 'দুইবার এই সিনেমার শুটিং পেছানোর পর অবশেষে শুটিং তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং হবে থাইল্যান্ডে। আমিও অপেক্ষায় ছিলাম শুটিংয়ের জন্য। এই সিনেমার প্রথম পার্ট দর্শক দারুণ পছন্দ করেছিল। আসা করছি নতুন পার্টও পছন্দ করবে।'

নুসরাত ফারিয়া অভিনীত 'মুজিব: একটি জাতির রূপকার', 'পাতালঘর', কলকাতার সিনেমা 'রকস্টার' মুক্তির অপেক্ষায় রয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago