যুক্তরাষ্ট্রের ৭০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পরান’

'পরাণ' সিনেমায় বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

দেশে দর্শক নন্দিত হয়ে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে 'পরান'। আগামীকাল থেকে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে চলবে 'পরান' সিনেমাটি।

যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ঈদুল আযহায় রায়হান রাফি পরিচালিত 'পরান' সিনেমাটি মুক্তি পায় । টানা ২ মাস সিনেমা হলে চলে 'পরান'। তার ধারাবাহিকতায় সিনেমাটি দেশের বাইরে মুক্তি পাচ্ছে।

'পরাণ' সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খানসহ অনেকেই।

Comments

The Daily Star  | English
Overall situation of foreign direct investment

Net foreign direct investment hits six-year low

The flow of foreign direct investment (FDI) in Bangladesh fell to $104.33 million in the July-September quarter of fiscal year 2024-25, the lowest in at least six years, as foreign investors stayed away from Bangladesh amid deadly political unrest, labour agitation, and a persistent economic crisis.

12h ago