পুলিশি অ্যাকশন সিনেমায় শাকিবের চুক্তি চলতি মাসেই 

শাকিব খান। ছবি: স্টার

চলতি মাসের শেষের দিকে নতুন পুলিশি অ্যাকশন সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন শাকিব খান। একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি আগামী বছর যে কোনো উৎসবে মুক্তি পেতে পারে।

এর আগে, দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন জনপ্রিয় নায়ক শাকিব খান। দেশে ফিরে নতুন সিনেমা নিয়ে পরিচালক, প্রযোজকের সঙ্গে বৈঠক করছেন।

এই তালিকায় আছেন ঢাকা অ্যাটাক সিনেমার চিত্রনাট্যকার ও মিশন এক্সট্রিমের পরিচালক সানী সানোয়ার। সম্প্রতি শাকিব খানের সঙ্গে পুলিশি অ্যাকশন সিনেমার নিয়ে বৈঠক করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago