সত্য ঘটনার ছায়ায় মানুষ ও কুকুরের গল্প ‘নিরুদ্দেশ’
নাটকের গল্প রচিত হয়েছে সত্য ঘটনার ছায়ায়। একজন মানুষের প্রতি তীব্র প্রেম আর সেই প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কুকুরের সঙ্গে সংসার গড়ার গল্প 'নিরুদ্দেশ'।
'নিরুদ্দেশ' নাটকের গল্প লিখেছেন লুৎফর হাসান, পরিচালনা করেছেন সোহেল রাজ। নাটকটিতে অভিনয় করেছেন পার্থ শেখ আইশা খান, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকেই।
পার্থ শেখ মনে করেন, 'এই গল্পটা অন্যরকম। চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং। আশা করি, এই গল্প দর্শকের মনে দাগ কেটে থাকবে।'
আইশা খানের ভাষ্য, 'পার্থ ও আমার জুটিবদ্ধ হয়ে এটাই প্রথম কাজ। গল্প ও নির্মাণ অসাধারণ। এই কাজে যুক্ত হয়ে ভীষণ ভালো লেগেছে।'
নাটকটি গানচিল ড্রামা থেকে প্রকাশিত হয়েছে।
Comments