নিজেকে ভেঙে দর্শকদের সামনে নতুন ফারহান
এবারের ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে পিতা-পুত্রের গল্প নিয়ে 'আক্ষেপ' নাটকটি বেশ প্রশংসিত হয়েছে।
নাটকে পিতার চরিত্রে ফজলুর রহমান বাবু এবং পুত্রের চরিত্রে আছেন মুশফিক আর ফারহান। মাবরুর রশিদ বান্নাহ পরিচালনায় বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের চরিত্রে অভিনয় করেছেন ফারহান।
মাবরুর রশিদ বান্নাহ বলেন, 'গল্পে সমাজের নানান কুসংস্কার তুলে ধরা হয়েছে। দর্শক নাটকটি দেখলে সামাজিক বার্তা পাবে। নাটকটির মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। খুবই হৃদয়বিদারক একটি গল্প। নিজেকে ভেঙে দর্শকদের সামনে নতুন ভাবে হাজির হয়েছেন ফারহান। তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।'
এই নাটকে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, মোমেনা চৌধুরী, শোয়েব মনির, শাহীন মৃধা, রাশেদ ইমরান, মামুন প্রমুখ।
Comments