অপূর্ব-তারিন ৭ বছর পর একসঙ্গে

অপূর্ব ও তারিন। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭ বছর পর একসঙ্গে অভিনয় করলেন অপূর্ব ও তারিন। ঈদের জন্য নির্মিত 'প্রিয় পরিবার' নাটকে দেখা যাবে দুজনকে। 

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন রুবেল হাসান। সর্বশেষ ২০১৬ সালে তারা অভিনয় করেছিলেন 'সানফ্লাওয়ার' নাটকে।

জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ' যাদের কাছে আমার অভিনয় শেখা, তাদের মধ্যে অন্যতম তারিন আপু। একজন অসাধারণ অভিনেত্রী তিনি। তার কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে, এখনো শিখি। এখনো সেটে কোনো শট দিয়ে জিজ্ঞেস করি, শটটা ঠিক হয়েছে কি না!'

'আগেও কাজের অভিজ্ঞতা ভালো ছিল। এত বছর পর তার মতো সহশিল্পীর সঙ্গে কাজ করছি, এটা আমার সৌভাগ্য। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই অসাধারণ,' বলেন অপূর্ব।

'প্রিয় পরিবার' একটি পারিবারিক নাটক। অপূর্ব  ও তারিন এই নাটকে অভিনয় করেছেন বাবা-মায়ের চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, সাদ নাওভি, মাখনুন সুলতানা মাহিমা।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

6h ago